Apple iPhone SE (2022) Price In Bangladesh & Full Specifications
হাই, বন্ধুরা
কেমন আছেন সবাই। আশিকরি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব " iPhone SE 2022 " নিয়ে। ফোনটি ইতিমধ্যে বাংলাদেশে Unofficial iPhone SE 2022 পাওয়া যাচ্ছে।
কিন্তু, আপনারা এখন আপাতত এই ফোনটি ক্রয় করা থেকে বিরত থাকুন। কারন, এখন ফোনটির দাম এখন বাজারে একটু বেশি। কিছুদিন অপেক্ষা করুন মোবাইল ফোনটির দাম কমবে।
iPhone SE 2022 Price In Bangladesh
iPhone SE 2022 স্মার্ট ফোনটি মার্কেটে লঞ্চ হয়েছে (18 March, 2022) তারিখে। এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়নি। বাংলাদেশে ফোনটির Unofficial ভাবে পাওয়া যাচ্ছে। এজন্য এই ফোনটার প্রাইস Unofficial ভাবে নির্ধারন করা হয়েছে।
UnOfficial Price:
৳52,000 3/4GB RAM (64/128/256 GB ROM)
iPhone SE 2022 Full Specifications
iPhone SE 2022 ফোনটিতে রয়েছে তিনটি ক্লালার Midnight, Starlight, and Product RED তো আমার এই তিনটি ক্লালার থেকে লাল ক্লালারটা বেশি পচ্ছন্দ হয়েছে। মোবাইলটিতে থাকছে, 2G, 3G, 4G এবং 5G সাপোর্ট। এছাড়া, ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো সিম। মোবাইলটির ওজন রয়েছে ১৪৪ গ্রাম। যেটা প্রতিদিন ব্যবহারের জন্য খুবই ভালো হবে। ফোনটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চি। যেটা খুবই বেশি ও না, আবার! খুবই কম ও না।
এছাড়া ফোনটিতে থাকছে Retina IPS LCD, 625 nits ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেটি প্রটেকশনেরর জন্য Ion-strengthened glass, oleophobic coating থাকছে। এটা কি ধরনের প্রটেকশন আমি জানি না। কারন, আমি এন্ড্রয়েড ইউজার। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 750 x 1334 pixels, 16:9 ratio (~326 ppi density) আমার কাছে ডিসপ্লেটি মোটামুটি ভাল লেগেছে। থাকছে না কোন, মেমরি কার্ডের স্লাট এবং থাকছে না, 3.5 MM Jack.
তো বন্ধুরা, এবার চলেন ক্যামেরা নিয়ে একটু আলোচনা করা যাক। কারন, ক্যামেরাটা বেশি গুরুত্বপূর্ন আমাদের কাছে। পিছনের মেইন ক্যামেরা Single 12 MP, f/1.8 (wide), PDAF, OIS রয়েছে। মেইন ক্যামেরার কয়েকটি ফিচার Quad-LED dual-tone flash, HDR, panorama রয়েছে। এছাড়া, পিছনের মেইন ক্যামেরা দিয়ে, 4K@24/30/60fps, 1080p@30/60/120/240fps, HDR, OIS, stereo sound rec করতে পারবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার, সেলফি ক্যামেরা 7 MP, f/2.2 রয়েছে। HDR সাপোর্ট করে সেলফি ক্যামেরাই। সেলফি ক্যামেরা দিয়ে, 1080p@30/120fps; gyro-EIS রেকর্ড করতে পারবেন।
এবার কথা বলব, মোবাইলটির সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় নিয়ে। বিষয়টা হলো, মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি টাইপ হল - Li-Ion 2018 mAh, non-removable। আমার, সবচেয়ে এখানে, খারাপ লাগছে। ফোনটি হেবি ইউজ করলে, ৩-৪ ঘন্টা ব্যবহার করা যাবে। এছাড়া, আপনারা Fast charging 20W, 50% in 30 min (advertised) & Qi wireless charging 7.5W সাপোর্ট ও পাচ্ছেন।
iPhone SE 2022 Operating System
ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে, iOS 15.4, upgradable to iOS 15.4.1 এটি একটু আপেলের পুরাতন Os বাট এন্ড্রাইয়েড থেকে বেটার। ফোনটিতে চিপসেট হিসাবে আপেল ব্যবহার করেছে, Apple A15 Bionic (5 nm) যেটি iPhone 13 Pro Max এর লেটেস্ট প্রসেসর। এছাড়া ফোনটির। CPU হিসাবে, Hexa-core (2xX.XX GHz Avalanche + 4xX.XX GHz Blizzard) রয়েছে। এছাড়া, ফোনটির GPU হিসাবে, Apple GPU (4-core graphics) রয়েছে। আপনাদের এই ফোনটি গেমিং এর জন্য খুবই ভালো হবে, কিন্তু মোবাইলটির চার্জ নিয়ে আমার যথেষ্ঠ মাথাব্যাথা রয়েছে।
শেষকথাঃ মোবাইল ক্রয় করার আগে ১০০ বার ভাববেন। ক্রয় করার পর ভেবে কিন্তু কোন লাভ নায়।