How To Play Garena Free Fire In Pc Or Laptop
হ্যালো, বন্ধুরা! কেমন আছেন সবাই। আশাকরি সকলে, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সেয়ার করব " How To Play Free Fire In Pc Or Laptop " অথবা " কিভাবে ল্যাপটপ বা পিসিতে ফ্রি ফায়ার খেলবেন "।
তো চল কথা না বাড়িয়ে আজকের ব্লাগ পোস্টটি শুরু করা যাক।
How To Play Garena Free Fire On Pc
ফ্রি ফায়ার গেমটি পিসি বা ল্যাপটপ দিয়ে খেলতে চান। তাহলে, পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন। তাহলে, আপনি ও পিসি অথবা ল্যাপটপ দিয়ে গেমটি খেলতে পারবেন। পিসি অথবা ল্যাপটপে গেমটি খেলার জন্য একটি Emulator এর প্রয়োজন হবে। আর! আপনারা অনেকেই জানেন না। এই Emulator (ইমুলেটর) টা কি?
এটা একটা কম্পিউটারের সফটওয়্যার। এটা দিয়ে সাধারনত, যে কোন ধরেনের মোবাইল গেম পিসি বা ল্যাপটপ দিয়ে খুব সহজেই খেলতে পারবেন। আশাকরি বিষয়টা পরিষ্কার হয়েছে।
Free Fire Requirements For Pc Or Laptop
- অপারেটিং সিস্টেমঃ Windows 7/8/10/11 (32 & 64 bit)
- প্রসেসরঃ যে কোন ডুয়েল কোর প্রসেসর, সাথে থাকবে লেটেস্ট 2GHz frequency
- রেমঃ ২ জিবি (মিনিমাম)।
- ভিডিও কার্ডঃ না থাকলে চলবে।
- হার্ডডিক্সঃ ৪ জিবি ফ্রি থাকতে হবে।
How To Install Free Fire In Pc
পিসিতে ফ্রি ফায়ার গেমটি ইনস্টল করার জন্য প্রথমে একটি Emulator ডাওনলোড করে পিসিতে সেটআপ করতে হবে। ২ জিবি রেমের পিসির জন্য LD Player Emulator টি ডাওনলোড করতে পারেন। আর! ৪ জিবি রেমের পিসির জন্য BlueStacks Emulator টি ডাওনলোড করতে পারেন। Emulator Setup দেওয়ার পরে নিচের পয়েন্ট গুলো লক্ষ্য করুন।
- প্রথমে, Google থেকে যে কোন একটি Emulator ডাওনলোড করে সেটআপ করতে হবে। আপনার পিসি অনুযায়ী।
- দ্বিতীয়, আপনাকে Emulator টি পিসি তে রান করাতে হবে। রান করার পর দেখবে, Emulator টি ০-১০০% পর্যন্ত লোডিং নিবে।
- তৃতীয়, আপনাকে যে কোন, Emulator একটি জিমেইল লগইন করতে বলবে। কারন, Google Play Store জন্য। আপনি এখন, জিমেইলটি লগইন করবেন। লগইন করার পর! ইমুলেটরের ভিতরে এন্ড্রয়েড ফোনের মত প্লে স্টোর থাকবে।
- চতুর্থ, আপনার পচ্ছন্দের গেমটি, মোবাইলে যে ভাবে, ইনস্টল কর সেই ভাবে ইনস্টল করতে পারবেন। আর! ইনস্টল হয়ে গেলে, গেমটি মোবাইলেরর মত খেলতে পারবেন।
শেষকথাঃ যদি কোন কিছু বুঝতে অসুবিধে হয়। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।