বিশ্বকাপ ফাইনাল খেলবে ফ্রান্স বা ব্রাজিল, আর্জেন্টিনার খেলার সম্ভাবনা নাই
সামনে নভেম্বরের কাতার বিশ্বকাপ। স্বভাবতই ৩২ দলের এই বিশ্বকাপে শিরোপা জিতবে কোন দল, এ নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে সারা বিশ্বে। দর্শক-সমর্থকদেরও আগ্রহ-উদ্দীপনার খামতি নেই। দর্শক-সমর্থকদের মনে একটাই কথা, প্রিয় দল কেমন পারফর্ম করবে!
এই কৌতুহল মেটাতেই সম্ভাব্য বিশ্বকাপজয়ীর একটি তালিকা তৈরি করেছে ব্রিটিশ ক্রীড়া বিশ্লেষণমূলক প্রতিষ্ঠান ‘অপটা স্পোর্টস’। সাম্প্রতিক মাসগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গ্লোবাল রেংককিং মডেল তৈরি করেছে তারা, যা ''অপটা স্পোর্টস" ডাটা নামেও পরিচিত।
দুঃসংবাদ আর্জেন্টাইন সমর্থকদের। অপটা স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী, লিওনেল মেসির দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা মাত্র ৬.৪৫ শতাংশ। তারা আছে তালিকার আট নম্বরে।এছাড়া, অন্যদিকে ব্রাজিলের জয়লাভের সম্ভাবনা ১৫.৭৩ শতাংশ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ৫.১১ শতাংশ সম্ভাবনা নিয়ে তার ঠিক পরেই, নবম অবস্থানে।
১১.৫৩ শতাংশ সম্ভাবনা নিয়ে তিন নম্বরে স্পেন, ৮.০৩ শতাংশ নিয়ে চারে ইংল্যান্ড এবং ৭.৯০ শতাংশ নিয়ে পাঁচ নম্বরে আছে বেলজিয়াম। এছাড়া ছয়ে নেদারল্যান্ডস, সাতে জার্মানি এবং দশে আছে ক্রোয়েশিয়া।
সুত্রঃ JogoNews24.Com