নাকের সর্দি দূর করার উপায় | নাকের সর্দি দূর করার ড্রপ এবং ঔষধের নাম
নাকের সর্দি দূর করার উপায় | নাকের সর্দি দূর করার ড্রপ এবং ঔষধের নাম | নাকের সর্দি ড্রপের নাম - হ্যালো, বন্ধুরা। কেমন আছেন সবাই। আমি আজকে শেয়ার করব। নাকের সর্দি দূর করার ড্রপ এবং ঔষধের নাম। আপনারা অবশ্যই ডাক্তারেরর পরামর্শ নিবেন।
নাকের সর্দি দূর করার উপায় |
নাকের সর্দি সাধারনত ঠান্ডার জন্য হয়ে থাকে। যখন গরমকাল থেকে শীতকালে আবহাওয়ার পরিবর্তন হয়। ঠিক তখনি, এই সময়ে নাকে সর্দির সমস্যা দেখা যায়।
নাকের সর্দি দূর করার উপায়
আপনি অবশ্যই প্রথমে প্রাকৃতিক উপায়ে নাকের সর্দি দূর করতে পারবেন। যেমনঃ তুলসি পাতার রস খেয়ে, গরম জল বা চা খেয়ে, মুড়ি খেতে পারেন খাঁটি শরিসার তৈল দিয়ে। আর! বাড়িতে যদি পুরাতন দিনের মানুষ। দাদ-দাদি, নানা-নানি থাকে তাদের কাছে শুনে নেন। বিস্তারিত বলবে।
নাকের সর্দি দূর করার ড্রপ
নাকের সর্দি দূর করার জন্য একটি ড্রপ আছে। ড্রপটি প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহার করতে পারবেন। ড্রপটির নাম হল আফরিন (Arfin)। ড্রপটি দিনে ২ বার ২ ফোটা করে ব্যবহার করবেন। আফরিন ড্রপটির দাম মাত্র ৪৫ টাকা। ড্রপটি চিকিৎসকেরর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। ড্রপটি বাচ্চাদের জন্য নয়।
সর্দির ঔষধের নাম
নিচে কয়েকটি সর্দির ঔষধের নাম দেওয়া হল। ঔষধ গুলো চিকিৎসকেরর পরামর্শ করে সেবন করিবেন।
- Histacin
- Histalex
- Histamin
- Histanol
- Histin
শেষকথাঃ আশাকরি, আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছ। আর! একটা কথা অনলাইনে সমস্ত ঔষধের নাম বা টিপস দেখে সেটা করবেন বা খাবেন না। আগে অবশ্যই ডাক্তারেরর পরামর্শ নিবেন।